মঙ্গলবার (৭ জানুয়ারি) জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন।
শাম্মী আক্তার জানান, সন্ধ্যায় আশাশুনি উপজেলায় তিনটি ক্লিনিকে অভিযান চালানো হয়।
অপরদিকে বুধহাটা বাজারের জনসেবা ক্লিনিকে প্যাথলজিস্ট, আল্ট্রাসনোগ্রাফি চিকিৎসক, ক্লিনিকের লাইসেন্স না থাকায় এবং ক্লিনিকের পরিচালক পলাতক থাকায় প্যাথলজি রুম, আল্ট্রাসনোগ্রাফি রুম ও অপারেশন থিয়েটার রুম সিলগালা করা হয়। একইসঙ্গে অভিজ্ঞতা ছাড়া প্যাথলজিস্টের দায়িত্ব পালন করায় নাসির উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মেডিক্যাল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি ও পেশকার প্রণব কুমার সরকার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
আরবি/