বুধবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর অাগে মধ্যরাত দুইটার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন ( বিআইডব্লিউটিসি) অারিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মধ্যরাত ২টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ পদ্মায় যাত্রী ও পরিবহন নিয়ে চারটি ফেরি অাটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরিগুলো গন্তব্যে পৌঁছায়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট পয়েন্টে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
আরএ