মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ কম্বিং অভিযানে ৭ মণ জাটকা ও ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয় এবং আটক ১৬ জেলেকে ৩২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
আরএ