ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানী-এয়ারপোর্ট রেললাইন সংলগ্ন অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বনানী-এয়ারপোর্ট রেললাইন সংলগ্ন অভিযান শুরু

ঢাকা: রাজধানীর বনানী থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত রেললাইন সংলগ্ন এলাকায় র‌্যাবের উচ্ছেদ অভিযান চলছে।

বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে বনানী থেকে র‌্যাবের এ অভিযান শুরু হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, রেললাইন কেন্দ্রীক ভাসমান মাদক ও ছিনতাইকারীদের আখড়া উচ্ছেদে র‌্যাবের বিশেষ অভিযান শুরু হয়েছে।

প্রাথমিকভাবে বনানী থেকে বিমানবন্দর রেলস্টেশন পর্যন্ত এ অভিযান চালানো হবে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, রেলস্টেশনগুলো বিভিন্ন অপরাধের আখড়া। আজ থেকেই ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে র‌্যাব রেলস্টেশনের আশপাশের এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান চালাবে। রেললাইন সংলগ্ন ভাসমান এসব অপরাধের আখড়াগুলো উচ্ছেদ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।