বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে বনানী থেকে র্যাবের এ অভিযান শুরু হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, রেললাইন কেন্দ্রীক ভাসমান মাদক ও ছিনতাইকারীদের আখড়া উচ্ছেদে র্যাবের বিশেষ অভিযান শুরু হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, রেলস্টেশনগুলো বিভিন্ন অপরাধের আখড়া। আজ থেকেই ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে র্যাব রেলস্টেশনের আশপাশের এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান চালাবে। রেললাইন সংলগ্ন ভাসমান এসব অপরাধের আখড়াগুলো উচ্ছেদ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
পিএম/জেডএস