ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
কাপ্তাইয়ে মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক বাচিমং মারমা (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাচিমং মারমা একই ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকার ক্যাচিং প্রুর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বাচিং রাজস্থলী ইউনিয়নের বাঙ্গালহালিয়া থেকে গবছড়ার কার্বারি ক্যাচিং মং মারমাকে নিয়ে উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে রাইখালী ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে কার্বারীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন এবং কার্বারী গুলিবিদ্ধ হন। গুলি করার পরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এদিকে এ ঘটনার পরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় গিয়ে গুলিবিদ্ধ কার্বারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয়দের ধারণা, এ হামলার সঙ্গে সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পিসিজেএসএস’র সন্ত্রাসীরা জড়িত রয়েছে।

রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।