ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পুলিশ ফাঁড়ির সামনে ৩৯ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
রূপগঞ্জে পুলিশ ফাঁড়ির সামনে ৩৯ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাংক থেকে তোলা ৩৯ লাখ টাকা ডিবি পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যানসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালকসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে ছিনতাইকারীরা।

 

আহতরা হলেন, উপজেলার ফ্যাবকোন টেক্সটাইল মিলের মার্কেটিং ম্যানেজার বাবুল মিয়া, কর্মচারী ফারুক মিয়া ও পিকআপ ভ্যান চালক আবুল কাশেম।

ম্যানেজার বাবুল মিয়া জানান, ফারুক ও কাশেমকে নিয়ে দুপুরে ডাচ বাংলা ব্যাংক, ভুলতা শাখা থেকে ২৫ লাখ টাকা ও উত্তরা ব্যাংক ভুলতা শাখা থেকে ১৪ লাখ টাকা সর্বমোট ৩৯ লাখ টাকা উত্তোলন করা হয়। এ টাকা থেকে ফ্যাবকোন টেক্সটাইল মিলের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়ার কথা ছিল।

টাকা উত্তোলন করে মিলে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা মাইক্রোবাস আমাদের পিকআপ গাড়িটি সিগন্যাল দেয়। এসময় ডিবি পোশাকধারী ৮/১০জন ছিনতাইকারী ম্যানেজার বাবুল মিয়া, গাড়ির ড্রাইভার কাশেম ও কর্মচারী ফারুককে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর পিকআপ ভ্যানসহ তারা সোনারগাঁও এলাকার দিকে চলে যায়। গাড়িতে রেখেই তিনজনকে পিটিয়ে আহত করে সোনারগাঁও দড়িকান্দি এলাকার একটি আম বাগানে তাদের হাত পা বাঁধা অবস্থায় ফেলে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম জানান, তদন্ত চলছে, টাকা ও গাড়িটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।