বুধবার (৮ জানুয়ারি) রেড ক্রিসেন্টের থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, চুয়াডাঙ্গা, যশোর, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, কিশোরগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী জেলাসহ দেশের ৬৪ জেলায় ৩০ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, দেশের ৬৪ জেলার শীতার্ত মানুষের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতর থেকে ইতোমধ্যে ৩০ হাজার কম্বল ও শীতবস্ত্র পাঠানো হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
এছাড়াও শীতার্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.bdrcs.org যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
আরকেআর/আরআইএস/