ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ফেনীতে নবজাতকের মরদেহ উদ্ধার

ফেনী: ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পলিথিন ব্যাগ থেকে এক নবজাতকের উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৮ জানুয়ারি) ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে উপজেলোর গোন্দিপুর এলাকায় ফেনী-সোনাগাজী সড়কের পাশে পথচারীরা একটি কাপড়সহ পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখে।

ব্যাগে কাপড়ের মধ্যে কী আছে তা দেখার জন্য স্থানীয় কিছু উৎসুক লোককে দেখা দেয়। এক পর্যায়ে কিছু যুবক এগিয়ে গিয়ে পলিথিন ব্যাগের মুখ খুলেই একটি মৃত নবজাতকের মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।  

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে অথবা ভোরে কে বা কারা এ নবজাতকের মরদেহটি পলিথিন ব্যাগসহ ওই স্থানে ফেলে যায়। খবর পেয়ে ফেনী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, নবজাতকের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।