বুধবার (৮ জানুয়ারি) ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে উপজেলোর গোন্দিপুর এলাকায় ফেনী-সোনাগাজী সড়কের পাশে পথচারীরা একটি কাপড়সহ পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখে।
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে অথবা ভোরে কে বা কারা এ নবজাতকের মরদেহটি পলিথিন ব্যাগসহ ওই স্থানে ফেলে যায়। খবর পেয়ে ফেনী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, নবজাতকের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএইচডি/আরবি/