বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস বিষয়টি জানায়। এরআগে, গতকাল বুধবার (৮ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে, পঞ্চগড়সহ সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া শীত, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের দাপট দিন দিন বৃদ্ধির কারণে প্রায় জনশূন্য হয়ে থাকছে হাট-বাজরগুলো। দিনের বেলা কিছু সংখ্যক লোক দেখা গেলেও সন্ধ্যার পর ও রাতের সময়টা প্রায় জনশূন্য বাজারগুলো। আর যারা ঘর থেকে বের হচ্ছে তারা প্রয়োজন ছাড়া বের হচ্ছে না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এনটি