বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
পুলিশ ও যাত্রীরা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের কারণে ঢাকা-বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সড়কে যানবাহন চলছে ধীর গতিতে।
সকালে বৃষ্টি হওয়ায় ও মানুষ পারাপারের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলে ধীর গতিতে। এ কারণেও যানজট বেড়ে গেছে। সকালে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজট আরও বেড়ে যায়। টঙ্গী ব্রিজের পর থেকে স্টেশন রোড, চেরাগআলী, গাজীপুরা, বোর্ড বাজার, ছয়দানা, বাসন সড়ক, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা মোড় পর্যন্ত যানজট রয়েছে।
গাজীপুর মহানগর ট্রাফিক (দক্ষিণ) পুলিশের সহকারী কমিশনার থ্রোয়াই অংথ্রু মারমা জানান, বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের কারণে যানবাহনের চাপ বেড়েছে। যার ফলে সকাল থেকে যানজট লেগে গেছে।
এছাড়া বৃষ্টি ও কাদার কারণে যান চলাচল করে ধীর গতিতে। যার ফলে যানজট বেড়ে গেছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
** ইজতেমা কেন্দ্রিক যানজট বিমানবন্দর সড়কে
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
আরএস/আরবি/