ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে ৮ কিলোমিটার যানজট

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে ৮ কিলোমিটার যানজট

আশুলিয়া (ঢাকা): টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতো দুর্ভোগে পড়েছে ইজতেমামুখী মুসুল্লিরাসহ সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (০৯ জানুযারি) বেলা ১২টা থেকে এ সড়কে প্রায় ৮ কিলোমিটার ঢাকামুখী লেনে যানজট লক্ষ্য করা যায়। সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল, জামগড়া, আশুলিয়া ও ধাউর বাসস্ট্যান্ডে যানবাহনের ধীর গতি থাকলেও দুপুর ১টার দিকে তা দাঁড়িয়েছে দীর্ঘ যানজটে।

ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ইজতেমাগামী জ্যোতি ট্রাভেলসের কন্ডাক্টর ফিরোজ বাংলানিউজকে জানান, বুধবার (০৮ জানুযারি) রাত ১১টার দিকে ঠাকুরগাঁও থেকে মুসুল্লিদের নিয়ে বাস ছেড়েছেন। চার ঘণ্টার মধ্যে বাইপাইল পর্যন্ত আসতে পারলেও বাইপাল থেকে আশুলিয়া বাসস্ট্যান্ড আসতে লেগেছে দুই ঘণ্টা।

আশুলিয়া পুলিশ বক্সের ট্রাফিক ইনর্চাজ মশিউর রহমান বাংলানিউজকে বলেন, শুক্রবার (১০ জানুয়ারি) বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে সারাদেশের মানুষ ইজতেমায় যেতে শুরু করেছেন। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে উত্তর-পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার মুসুল্লিরা ইজতেমা ময়দানে যাচ্ছেন। তাই অন্য দিনের তুলনায় আজ গাড়ির চাপ বেশি। এজন্য যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।