ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাবতলীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
গাবতলীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর গাবতলীতে বিআরটিসি বাসের ধাক্কায় বিল্লাল (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।  

ঘাতক চালকের নাম গোলাম রাব্বানী বলে জানা গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল একজন হকার এবং পরিবহণের যাত্রীদের কাছে আমড়া বিক্রি করতো। গাবতলী এলাকায় একই কাজে রাস্তায় দাঁড়িয়েছিল সে। এরইমধ্যে ডিপো থেকে বিআরটিসির বাসটি বের হয়ে মোড় নিয়ে বিল্লালকে ধাক্কা মারে বাসটি।

দারুসালামে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি শিশুটিকে ধাক্কা দিলে এতে সে আহত হয়। পরে দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়। ওই বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএইচএস/এজেডএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।