ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে টিএসসিতে ফ্ল্যাশ মব করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়।
অভিনব এই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
ফ্ল্যাশ মব কী?
জনসমাবেশ স্থলে একদল মানুষ হঠাৎ জড়ো হয়ে স্বল্প সময়ের জন্য অপ্রচলিত কিছু একটা পারফর্ম করলে তাকেই ফ্ল্যাশ মব বলে।
সাধারণত বিনোদন, ব্যঙ্গ এবং শৈল্পিক কলা প্রদর্শনই এর প্রধান উদ্দেশ্য।
টেলিযোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভাইরাল ইমেইল ব্যবহার করেও ফ্ল্যাশ মব আয়োজন ও প্রচার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এজে/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।