ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশ্বাসে অনশন ভাঙলেন বিআরডিবি কর্মচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আশ্বাসে অনশন ভাঙলেন বিআরডিবি কর্মচারীরা অনশনে কর্মচারী সংসদের নেতাকর্মীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালক মো. গিয়াস উদ্দিনের আশ্বাসে অনশন তুলে নিয়েছেন কর্মচারী সংসদের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেলে অনশনরত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদের নেতাকর্মীদের তিনি এ আশ্বাস দেন।

মো. গিয়াস উদ্দিন বলেন, আমি আপনাদের জন্য স্থায়ীভাবে সমাধান চাই।

আমি কোনো অস্থায়ী সমাধান করবো না। আমি বুধবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীকে আপনাদের কথা বলেছি। ‌

তিনি আরও বলেন, আপনারা অনেকদিন ধরে বেতন পান না আমরা জানি। অচিরেই আমরা একটি বোর্ডসভা করবো। আপনারা জানেন পল্লী উন্নয়নের বোর্ডে হয়েছে। আমরা এই বোর্ডে কিছু সিদ্ধান্ত গ্রহণ করবো। প্রধানমন্ত্রীর বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আমি মন্ত্রী মহোদয়ের সম্মতিতেই আপনাদের কাছে এসেছি। এদেশের গরিব দুঃখী মানুষের ঋণখেলাপি না। ঋণখেলাপি হচ্ছে ধনীদের।

উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সহ-সভাপতি আলী আজগর মোল্লা, এম এ বারি দুলাল, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম রফিক, লুবনা নাজরিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।