ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্যাতিত শিশুদের সহায়তায় চাইল্ড হেল্পলাইন ১০৯৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
নির্যাতিত শিশুদের সহায়তায় চাইল্ড হেল্পলাইন ১০৯৮ ওরিয়েন্টেশন

কুড়িগ্রাম: ‘শিশু সুরক্ষায় চাইল্ড হেল্পলাইন থেকে নির্যাতিত শিশুদের সহায়তায় কলসেন্টারে প্রবেশন অফিসার শিশুর সেবার জন্য ফোন গ্রহণ করবে। শিশুর সেবা নিশ্চিত করবে। ঝুঁকিপূর্ণ হলে উদ্ধার করবে। জরুরি পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবে। আদালতের মাধ্যমে শিশুকে আইনি সহায়তা দেবে এবং ফলোআপের মাধ্যমে সর্বশেষ খবরাখবর জানবে।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা সদর উপজেলা হলরুমে ‘শিশু সুরক্ষার লক্ষ্যে শিশুর সহায়তায় ফোন’  উপলক্ষে কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে চাইল্ড হেল্পলাইন-১০৯৮ শীর্ষক সচেতনতামূলক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়েছে।

সচেতনতামূলক ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন।

এসময় বক্তব্য রাখেন ইউনিসেফ রাজশাহী-রংপুর অঞ্চলের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসেন, জেলা সমাজসেবা অফিসার রোকনুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শরীফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।