ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উজিরপুরে স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
উজিরপুরে স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন

বরিশাল: বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের স্মৃতির স্মরণে বরিশালের উজিরপুরে স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সোমবার দুপুরে উজিরপুরের মাস্টারদা সূর্যসেন অনাথ শিশু সদনে এ স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

পাশাপাশি এ সময় মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদন ছাত্রাবাস ও উ. মালিকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল, বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. হারুন-অর-রশিদ মুন্সি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।