ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৮ টাকার ইনজেকশন ১০০ টাকায়, জরিমানা ২২ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
৮ টাকার ইনজেকশন ১০০ টাকায়, জরিমানা ২২ হাজার

হবিগঞ্জ: হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল গেট এলকায় বেশ কিছুদিন ধরেই ল্যাসিক্স ২০এমজি নামক ইনজেকশনে অতিরিক্ত দাম রাখা হচ্ছিল। জীবনরক্ষাকারী এই ইনজেকশনটির বিক্রয় মূল্য ৮ টাকা ২০ পয়সা হলেও শর্ট সাপ্লাইয়ের অজুহাত দিয়ে অসহায় রোগীদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম আদায় করছিল ফার্মেসিগুলো।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জুয়েল সরকার নামে একজন ওষুধ ক্রেতার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল গেটের অন্বেষা ফার্মেসিতে তদারকি চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদারকি শেষে অন্বেষা ফার্মেসির পক্ষে রনেশ কুমার দাস অভিযোগের সত্যতা স্বীকার করলে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

এ সময় উপস্থিত সবার সামনে অভিযোগকারী জুয়েল সরকারকে ২৫ শতাংশ পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা দেওয়া হয়। একই সময়ে মো. মকসুদ আলী নামে আরেক ক্রেতা অভিযোগ করেন যে, পার্শ্ববর্তী আল আমিন ফার্মেসিতেও একই ওষুধের দাম তার কাছ থেকে রাখা হয়েছে ৬০ টাকা। এসময় ওই ক্রেতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটি প্রমাণিত হলে আল আমীন ফামের্সিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ জরিমানা করেন।  

তিনি বলেন, কোনো ধরনের অজুহাত দিয়ে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করা যাবে না। ভবিষ্যতে যদি কোনো ফার্মেসি অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করে থাকে তবে তার বিরুদ্ধে জরিমানাসহ লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।