সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা এ পরিযায়ী পাখি অবমুক্ত করেন।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা বলেন, জনসচেতনতা বাড়াতে খাঁচায় বন্দি পাখিদের মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে পাখি শিকার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। এরই অংশ হিসেবে রোববার (১২ জানুয়ারি) কুড়িগ্রামের যাত্রাপুর হাট এলাকায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাজিম উদ্দিন এবং এসএম রাহাতুল ইসলাম রাহাতে নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চারটি পরিযায়ী পাখিসহ আটক করা হয়।
সোমবার আটক রফিকুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান জিলুফা সুলতানা।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এফইএস/ওএইচ/