সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৫ হাজার ২০৯ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো. নুরুল ইসলাম নুরু মিঞা পেয়েছেন ৪ হাজার ৬২৯ ভোট এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজ আলম বাবলু ২ হাজার ৬৩ ভোট পান।
সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপ-নির্বাচনে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বেসরকারি ফলাফলে নির্বাচিত হওয়ার পর ঝিলিম ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আশরাফুল হক মতু।
বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এইচএমএস/এইচএডি/