কুয়াশাচ্ছন্ন শীতের সকালটা কোনো এক সময় যেন খেজুরের রস ছাড়া জমতোই না। শীত ও খেজুরের রস যেন ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলো।
দাকোপের আচাভূয়া গ্রামের ষাটোর্ধ্ব গোলাম মোস্তফা খান বলেন, আমাদের এলাকায় গাছ কেটে রস বের করার কোনো গাছি পাওয়া যাচ্ছে না। যদিও বা কারো কারো গাছ রয়েছে, কিন্তু কেটে রস বের করার লোক নেই। কিশান (কৃষক) খরচ করে এ কাজে বিশাল লোকসান তাই খেজুরগাছ কাটা বন্ধ হয়ে গেছে। বছরের পর বছর খেজুরগাছ না তোলায় এ অবস্থা তৈরি হয়েছে। যদিও কেউ কিশান দিয়ে তোলায় তবে, পরে আর কেটে রস বের করার কোনো গাছি না থাকায় বিলুপ্তির পথে খেজুর রস। বাজারে যে খেজুর গুড় পাওয়া যায় সব ভেজাল, বিষ বলা যায়। খুলনায় বসবাসকারী মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী (নৌ) মো. নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, শীতের আগমনের সঙ্গে সঙ্গে কদর বেড়ে যেতো খেজুর গাছের। গাছ থেকে রস সংগ্রহ, গুড় তৈরি; আর রস ও গুড়ের নানা শীতকালীন পিঠা তৈরির ধুম পড়ে যেত আবহমান গ্রাম বাংলায়। সারাবছর অবহেলিত খেজুর গাছগুলোকে ঝুড়ে নতুন রূপ দিতেন গাছিরা। সেই রস অনেক গাছি বেশি দাম পাওয়ার আশায় শহরে নিয়ে আসতেন। শীতের সকালে সূর্যি মামা উঁকি দেওয়ার আগেই গাছিরা গাছ থেকে রসের হাড়ি নামিয়ে দূর-দূরান্তের হাট-বাজারেও নিয়ে যেতেন। রস কিনতে অনেক লোকের সমাগম দেখা যেত রসের হাঁটে। কিন্তু শহরে এখন আর রস পাওয়া যায় না। যা পাওয়া যায় তার দাম আকাশচুম্বী। এছাড়া ভেজালের ভয় তো রয়েছেই।
লবনচরা টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক অর্ক আহসান তুরান বলেন, শীতের সকালে গাছ থেকে নামানো কাচা রসের স্বাদ যেমন বর্ণনা করা সম্ভব নয়, তেমনি জ্বাল করা রসের তৈরি বিভিন্ন খাবারের স্বাদও অতুলনীয়। খেজুরের রসের সাধ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন। নতুন প্রজন্মের কাছে এর স্বাদ রূপকথা মনে হলেও সেটাই বাস্তব।
রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরিদুজ্জান বলেন, আগে রূপসার সব গ্রামেই কম বেশি খেজুরগাছ ছিলো। এখন আচতগাতি ও শ্রীফলতলা গ্রামে কিছু খেজুরগাছ আছে। যে গাছ থেকে গাছিরা রসও সংগ্রহ করছেন। গত কয়েক বছরে এ উপজেলা থেকে অনেক খেজুরের গাছ বিলুপ্ত হয়ে গেছে। খেজুরগাছ থাকলেও গাছির অভাবে মিলছে না রসের দেখা। গাছির অভাব, ইটভাটার আগ্রসন ও নগরায়ণের ফলে হারিয়ে যাচ্ছে গাছিরা। যারা আছেন তারা রস ও গুড় বিক্রি করে তাদের সংসার চালাতে পারছেন না।
তিনি আরও বলেন, বজ্রপাত থেকে সুরক্ষা পেতে সারাদেশে তাল ও খেজুরগাছ রোপনের কর্মসূচি নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় রূপসা উপজেলায় তাল ও খেজুরগাছ রোপন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪ , ২০২০
এমআরএম/এএটি