শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালীতে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তন্ময় দাস আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের বীজ বুনতে হলে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
এর আগে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ স্লোগানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মাহমুদুর রশিদের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত সাদমীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সাংবাদিক ফয়জুল ইসলাম জাহান, জেলা সঞ্চয় অফিসার আলাউদ্দিন ভূঁইয়া, সঞ্চয় গ্রাহক তপন কুমরা মিত্র প্রমুখ।
নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিসের যৌথ আয়োজনে ১৮ জানুয়ারি শনিবার থেকে ২৪ জানুযারি শুক্রবার সাত দিনব্যাপী সঞ্চয় সপ্তাহ চলবে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরএ