শনিবার (১৮ জানুয়ারি) ভুলতা গাউসিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাখাওয়াত হোসেন মুড়াপাড়া ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান জানান, শাখাওয়াত হোসেন হজ্বে লোক পাঠানোর কথা বলে এবং বিভিন্ন লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত জাল জালিয়াতি করে মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ধরনের প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা গাউসিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক শাখাওয়াত হোসেনকে আব্দুল হক সুপার মার্কেটের তানহা লেদার্স নামক এক জুতার দোকানে আত্মগোপন করেন। পরে জুতার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এবি