শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ এ জেলেদের আটক করা হয়। এ সময় এফ বি শঙ্খ প্রদীপ ও মা মঙ্গল নামের দুইটি ফিশিং ট্রলার ও বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করে নৌবাহিনীর সদস্যরা।
মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহাদ বলেন, বঙ্গোপসাগরের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ২৬ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ ঘটনায় নৌবাহিনীর মোংলাস্থ দিগরাজ নৌঘাঁটির চিফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে আন্তর্জাতিক সমুদ্র আইনে আটক জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করেছেন।
আটক জেলেদের রোববার (১৯ জানুয়ারি) সকালে বাগেরহাটের কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরএ