ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরের যুবলীগ নেতা মিলন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
যশোরের যুবলীগ নেতা মিলন রিমান্ডে গ্রেফতার জাহিদ হোসেন মিলন পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

যশোর: হত্যাসহ একাধিক মামলায় গ্রেফতার যুবলীগ নেতা জাহিদ হোসেন মিলনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে যশোর সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলানিউজকে বলেন, গত ১৪ জানুয়ারি মিলনকে আদালতে হাজির করে সোহাগ হত্যা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত এদিন মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি ১৯ জানুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন। দুপুরে নির্ধারিত দিনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামি মিলনকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

যশোর শহরের পুরাতন কসবা মানিকতলার যুবলীগ কর্মী সোহাগ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মারুফ আহমেদ বাংলানিউজকে জানান, মিলনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সোহাগ হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৩ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন পুলিশ যুবলীগ নেতা মিলনকে গ্রেফতার করে। এরপর তাকে যশোর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।