গ্রেফতারকৃত হানিফ হাওলাদার (৪৮) পটুয়াখালী জেলার বাউফল থানাধীন দাশপাড়া এলাকার মৃত গয়জ উদ্দীন হাওলাদারের ছেলে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে র্যাব-৮ সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, পারিবারিক কলহের কারণে ২০১৭ সালের ১৬ আগস্ট রাত ১১টার দিকে গ্রেফতার হানিফ হাওলাদার তার ১৩ মাস বয়সী নিজ কন্যা সন্তান হাফেজা আক্তার তিশাকে গলাটিপে হত্যা করে। এ ঘটনায় পরের দিন ১৭ আগস্ট হানিফ হাওলাদারের বিরুদ্ধে স্ত্রী লামিয়া আক্তার সাথী বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সিআইডি মামলাটির তদন্তের দায়িত্ব নেয়। আসামি দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতারের ব্যাপারে সিআইডি র্যাবের কাছে সহায়তা কামনা করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) রইছ উদ্দিনের নেতৃত্বে সোমবার (২০ জানুয়ারি) বাউফল থানাধীন কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে অভিযান চালিয়ে আসামি হানিফ হাওলাদারকে গ্রেফতার করে। হানিফকে সিআইডি’র পটুয়াখালী কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএস/এনটি