মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাতে আইনজীবীদের নিয়ে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
তরুণ আইনজীবী জহিরুল ইসলাম মুসার সঞ্চালনা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামের সভাপতিত্বে রাজধানীর সেগনবাগিচায় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, জন আকাঙ্ক্ষার লক্ষ্য হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রে রুপান্তরিত করা। তাই আমরা নাগরিকদের অধিকারকে প্রাধান্য দিয়ে দলের কর্মসূচি প্রণয়ন করবো। তাহলেই আমাদের নতুন দল গঠনের উদ্যোগ সফল হবে।
তিনি বলেন, আমাদের প্রথম কাজ হবে জাতিকে ঐক্যবদ্ধ করা। এজন্য তরুণদের সবচাইতে ভালো ভূমিকা রাখতে হবে। তাদের হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে বলতে হবে- এ দেশ আমাদের। আমরা আর বিভেদ চাই না। তিনি আইনজীবীদের জন আকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রফেসর ড. মো. মাইনুল আহসান খান বলেন, দেশে এক অর্থে বিরাজনীতিকীকরণ চলছে। দেখে মনে হবে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই।
তিনি বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার রাজনীতির বিকল্প অন্য কিছু হতে পারে না। দলীয় রাজনীতি হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার আদর্শে উজ্জীবিত। তিনি আইনজীবীদের দেশ ও দশের উন্নতি সাধনে ব্রতী হবার আহ্বান জানান।
জন আকাঙ্ক্ষার সমন্বয়ক মজিবুর রহমান মন্জু বলেন, জাতীয় ঐক্য তৈরি করা যা খুব কঠিন কাজ, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে।
তিনি বলেন, জন আকাঙ্ক্ষা হবে গবেষণার ভিত্তিতে কর্মসূচি নির্ভর একটি ফ্যাকড়া নিরপেক্ষ দল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এ দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের অনেক বড় করে ভাবতে হবে। সাহস করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আমরা যদি সাম্য, ন্যায় ও মানুষের অধিকারের কথা বলতে না পারি, তাহলে এ দুঃসময়ের পরিবর্তন সম্ভব নয়।
সভায় আরো বক্তব্য রাখেন- বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সিনিয়র অ্যাডভোকেট ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার জুবায়ের আহমদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার মুসতাসিম তানজির, অ্যাডভোকেট রেইনা নূর, ব্যারিস্টার তরিকুল ইসলাম, অ্যাডভোকেট আনোয়ার পারভেজ শামীম, অ্যাডভোকেট সাঈদ নোমান, অ্যাডভোকেট এবি সিদ্দিক হিল্লোল, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য অ্যাডভোকেট আইউব আলী আশরাফী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এমএইচ/আরবি/