ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ১৬৭২ বোতল ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
রাজধানীতে ১৬৭২ বোতল ফেনসিডিলসহ আটক ৩

ঢাকা: রাজধানীর বিমানবন্দর ও উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬৭২ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দু’টি ট্রাক জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- আব্দুস সালাম (৫৬), মুকুল হোসেন (২০) ও আনোয়ার হোসেন (৪০)।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি কামরুজ্জামান জানান, কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে দু’টি ট্রাকে করে ফেনসিডিলের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১১৭২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে আরও ৫০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।

আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ফেনসিডিলের চালান দেশে নিয়ে আসে। এরপর বিভিন্ন পণ্যবাহী ট্রাকে করে চালানগুলো ঢাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।