বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কমিশনের সভায় মামলাটি অনুমোদিত হয় বলে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ শাখা।
মামলার অন্য আসামিরা হলেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুন নাহার।
দুদক সূত্র জানায়, বেলায়েত ও শামসুন নাহারের সহযোগিতায় শিহান আমানতকারীদের নয় কোটি ২৫ লাখ টাকা অবৈধভাবে ঋণ হিসেবে নেন। যে টাকা দিয়ে বনানী ডিওএইচএস ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় নিজ নামে সম্পত্তি কেনেন।
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের আমানতের টাকায় অবৈধভাবে ঋণ নেওয়া এবং অর্থ স্থানান্তর, রূপাস্তর করার মাধ্যমে সম্পদ অর্জন করে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
ডিএন/এমএ