যুক্তরাজ্যের এশিয়া-প্যাসিফিক বিভাগের পররাষ্ট্র উপমন্ত্রী হিদার হুইলার এক বিবৃতিতে রায়কে স্বাগত জানান।
হিদার হুইলার বলেন, আইসিজের এ রায় তদন্ত কমিশনের নৃশংসতার চিত্র ও সুপারিশগুলোর জবাবদিহিতার জন্য প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করি।
তিনি বলেন, আমরা মিয়ানমার সরকারকে কমিশনের সুপারিশ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাধ্যতামূলকভাবে আইন মেনে চলার জন্য উৎসাহিত করছি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত গাম্বিয়ার দায়ের করা মামলার রায় দিয়েছেন। রায়ে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
টিআর/আরবি