ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলার ৯ম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা রানী দাস, চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী সমীর বৈরাগী, চিত্রশিল্পী সমীর মজুমদার, জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তা, প্রতিযোগী ও অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এ প্রতিযোগিতায় মোট ৪টি গ্রুপে ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।