ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে জব্দ ১ লাখ মিটার কারেন্ট জাল, ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
বরিশালে জব্দ ১ লাখ মিটার কারেন্ট জাল, ২ জনের কারাদণ্ড বরিশালে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে জব্দ কারেন্ট জাল। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল জেলা প্রশাসন, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে কারেন্ট জালসহ এক লাখ ২৫ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি দু’জনকে আটকের পর তাদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে কামারপাড়া, শায়েস্তাবাদ ও মীরগঞ্জ উপকূলীয় অঞ্চলে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

অভিযানে এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ হাজার মিটার চরঘেড়া জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস প্রসিকিউশন অফিসার হিসাবে অভিযোগ দাখিল করেন। অভিযোগ আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দু’জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এসময় নৌ-পুলিশের বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, কোস্টগার্ডের কর্মকর্তা বেলায়েত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।