শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক চত্বরে আয়োজিত ইনোভেশন খুলনা বিভাগীয় পর্যায়ে ‘ইনোভেশন শোকেসিং মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আরও বলেন, মেলায় অংশ নেওয়া প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেছে, যাতে প্রতিটি জেলাই সে অনুযায়ী কাজ করতে পারে।
খুলান বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জনপ্রশাসনের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ হুমায়ন কবীর, সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল, বাগেরহাটের ডিসি মামনুর রশিদ, খুলনার ডিসি মোহাম্মদ বেলাল হোসেন, মেহেরপুর পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী, মেহেরপুরের ডিসি আতাউল গনি।
মেলায় খুলনা বিভাগের ১০টি জেলা তাদের নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। আলোচনা সভা শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
বিকেলের দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় খুলনা বিভাগীয় ইনোভেশন প্রোগ্রামের আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলাসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এসআরএস