একইসঙ্গে প্রতিষ্ঠানটির দুই মালিক এবং এক কর্মচারীকে দুই মাস করে কারাদণ্ডও দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে বলেন, মিরপুর পাইকপাড়া এলাকায় ‘ডিজিটাল সাইবার ক্যাবল’ নামে একটি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-৪ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল মামুন (৫২) ও এএইচএম আশরাফ (৫০) এবং কর্মচারী ফরিদুল ইসলামকে (৩০) দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
পিএম/টিএ