ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে ২ মণ ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
হিলি সীমান্তে ২ মণ ইলিশ জব্দ

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ৮৩ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে ভারতীয় ট্রাক থেকে মাছগুলো জব্দ করা হয়।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার ইলিয়াছ মিয়া বাংলানিউজকে জানান, ভারত থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক হিলি বন্দরে পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার সময় ট্রাকে করে অবৈধভাবে ইলিশ পাচার করে নিয়ে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে হিলি আইসিপি চেকপোস্টে ভারতীয় ওই ট্রাকে তল্লাশি করে ১০৯ পিস ইলিশ জব্দ করে বিজিবি। যার ওজন ৮৩ কেজি। জব্দ করা ইলিশগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।