রোববার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে পৌর এলাকার শ্যামলীপাড়াস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন মারুফ বিন হাবিব। সেখান থেকে এনায়েতুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে নামাজে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
মারুফ বিন হাবিব ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি উল্লাপাড়া সরকারি কলেজের জিএস ও ভিপি নির্বাচিত হয়েছিলেন। ছাত্র রাজনীতির পথ ধরে তিনি বার বার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি উল্লাপাড়া পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মারুফ বিন হাবিব।
মারুফ বিন হাবিবের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
আরএ