ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিকআপভ্যানের মুরগির খাঁচা থেকে গাঁজা জব্দ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
পিকআপভ্যানের মুরগির খাঁচা থেকে গাঁজা জব্দ, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুরগির খাঁচা বহনকারী একটি পিকআপভ্যান থেকে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ১৪) ভৈরব ক্যাম্প সদস্যরা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বুধন্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- কবির আহমেদ (৩৩),  আব্দুল খালেক (৪২) ও মো. আকাশ (১৫)।

সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ।

তিনি জানান, ওই মহাসড়কের বুধন্তী বাজার এলাকায় র‍্যাবের একটি আভিযানিক দল চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করছিল। এ সময় মুরগির খাঁচা বহনকারী একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৩৫৮০০ টাকা জব্দ করা হয়। পরে পিকআপভ্যানে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।