ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক ব্যবসায়ী আল-আমিন হাওলাদারকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৬ জানুয়ারি)  জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আল আমিন বরিশাল নগরের ধান গবেষণা রোডের মৃধা বাড়ি সড়কের মৃত আব্দুল জব্বার হাওলাদরের ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৬ সালের ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর ডিএডি লিয়াকত আলী বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫২ পিস ইয়াবাসহ আল আমিনকে আটক করে।

এ ঘটনায় কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলায় ১৯ জুলাই তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল হায়দার একমাত্র আসামি আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরে ট্রাইব্যুনালে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।