ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশের সব মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন এপ্রিলে: মোজাম্মেল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
দেশের সব মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন এপ্রিলে: মোজাম্মেল হক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী এপ্রিল মাসে দেশের সব মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিন্ন কোনো পথে মুক্তিযোদ্ধা সংসদ চালানোর সরকারের ইচ্ছে নেই।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা অবশ্যই প্রকাশিত হবে।

তবে মার্চ মাসে হচ্ছে না। কারণ এ তালিকা তৈরিতে সব স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করার জন্য একটু সময় নিচ্ছি।

তিনি বলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত যে বীরগাঁথা তৈরি করেছেন তা আমাদের কাছে হস্তগত হয়েছে। এটি অত্যান্ত প্রশংসিত হয়েছে। আমরা আশা করছি একইভাবে সারাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস যাতে সংরক্ষিত হয়। সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেবো।

মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুনভাবে যাচাই-বাছাইয়ে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে সারাদেশে প্রায় ৭০ হাজার আপিল করেছেন। সেই আপিলের ফলাফলই হবে মুক্তিযোদ্ধাদের সর্বশেষ তালিকা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।