শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা জোন (২৭ ইবি) সদর থেকে লেফটেন্যান্ট মো. তানজিমুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনীর একটি স্পেশাল টহল দল জেলার রুমার তংগ্রীপাড়া ও শৈরাতাং পাড়ায় অভিযান চালায়। এসময় এক একর জমির ওপর লাগানো তিনটি ক্ষেতের পপি গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রুমার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম আকবর (পিএসসি) জানান, পপি চাষ রুখতে সেনাবাহিনী, আনসার ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গত ২৮ জানুয়ারি জেলার রুমা উপজেলার ম্রোক্ষিয়াং ঝিড়ি এলাকায় ৫ একর পপি ক্ষেত ধ্বংস করে সেনাবাহিনী। সেসময় পেইন খুমি নামে এক পপি চাষিকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
আরএ