এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) মরহুমের ছেলে আমান উল্লাহ মিজানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মরহুম মিজানুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় রোববার সকাল ৭টায় তার কবরে ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
পরে নিজ বাড়িতে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়।
এছাড়া রোববার মিজানুর রহমানের গ্রামের বাড়ি চাঁদপুরে বিভিন্ন মসজিদে আসরের পর আয়োজিত দোয়ায় অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
১৯২৮ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান চৌধুরী। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তিনি।
১৯৮৬ সালের ৯ জুলাই থেকে ১৯৮৮ সালের ২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে একইদিন মরহুম মিজানুর রহমান চৌধুরীর বড় ছেলে আবদুল্লাহ মিজানেরও ১১তম মৃত্যুবার্ষিকী।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এবি