ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরদার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম বেজহার গ্রামে এ ঘটনা ঘটে। দুলাল ওই গ্রামের আজাহার সরদারের ছেলে।

জানা গেছে, উপজেলার বেজহার গ্রামের মৃত রহমালী সরদারের ছেলে সোহেল সরদার শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে বাড়ির পার্শ্ববর্তী ইরি ধানের জমিতে ইঁদুরের আক্রমণ প্রতিরোধে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মনের ভুলে তিনি শনিবার বিকেল পর্যন্ত সে ফাঁদের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করেননি।  

এ অবস্থায় তার প্রতিবেশী একই বাড়ির দুলাল প্রতিদিনের মতো বিকেলের দিকে তার ইরি ধানের জমির আগাছা পরিষ্কার করতে হেঁটে নিজের জমির উদ্দেশে রওনা হন। পথে সোহেলের জমির আইলে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে যান তিনি। ঘটনাটি দেখে এলাকাবাসী চিৎকার শুরু করলে সোহেলের পরিবারের সদস্যরা তাদের ফাঁদের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করেন।  

পরে এলাকাবাসী ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় দুলালকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০ 
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।