ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাস্কর্য ইস্যু ঘোলাটে করা হচ্ছে: মামুনুল হক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
ভাস্কর্য ইস্যু ঘোলাটে করা হচ্ছে: মামুনুল হক

ঢাকা: খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, ভাস্কর্য ইস্যু ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে এক শ্রেণির লোক উঠে পড়ে লেগেছে। ইসলামে ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নেই।

সব অপশক্তি মোকাবিলা করে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে।  

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলনা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মুহাম্মদ উবায়দুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।