ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
বাগেরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: ‘তথ্য আমার অধিকার, তথ্য জানা দরকার’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধনের আয়োজনে সদর উপজেলা চত্বরে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বিরুল ইসলাম, বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, বাঁধন কর্মকর্তা খোন্দকার মুশফিকুর রহমান রিতু প্রমুখ। উদ্বোধন শেষে বাগেরহাট সদর উপজেলা পরিষদের সামনের সড়কে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এলাকায় এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।