ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে হত্যা মামলার আসামি পালায়ন, ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
সুনামগঞ্জে হত্যা মামলার আসামি পালায়ন, ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

সুনামগঞ্জ: সুনামগঞ্জে হত্যা মামলার আসামি কোর্ট থেকে পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে আসামি পালিয়ে যাওয়ার ব্যর্থতার কারণে তাদের প্রত্যাহার করা হয় বলে জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

পুলিশ সদস্যরা হলেন- কোর্ট পুলিশের এটিএআই মুজিবুর রহমান, সাব-ইন্সপেক্টর শাহ আলম, কনস্টেবল জহির মিয়া, মোসাদ্দেক ও কুবাদ আলী। তাদেরকে বর্তমানে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৯ ডিসেম্বর) সুনামগঞ্জে জেল থেকে কোর্টের নিয়ে আসার পর ২০১৭ সালে দায়েরকৃত স্ত্রী হত্যা মামলা আসামি ইকবাল হোসেন পালিয়ে গেছে। ওই বিকেলে কোর্ট থেকে আসামি পালিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে পুলিশ জানিয়েছে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তিন সদস্য'র তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টার পাওয়ার পরে দায়িত্বে অবহেলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।