ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
গোমস্তাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ২ 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি রাখাল আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলো- রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামের আকালুর ছেলে মোজাম্মেল ও আক্কেলপুর ঘোলাদিঘী গ্রামের আমজাদের ছেলে ফারুক।  

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম জানান, বিকেলে ওই সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতে অবৈধভাবে গরু আনতে যান। তখন ভারতের ৪৪, বিএসএফ’র বেলডাঙ্গা বিওপির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনার পর বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।