ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাস্ক না পরায় উত্তরায় ১৩ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
মাস্ক না পরায় উত্তরায় ১৩ জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণরোধে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় রাজধানীর উত্তরায় ১৩ জনকে দুই হাজার ১০০ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মো. মার্শদুল হাসান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জনসচেতনতা বাড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির শাহয়ের নেতৃত্বে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী, আজমপুর, হাউজ বিল্ডিং ও আব্দুল্লাহপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১৩ জনকে দুই হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।  

জনস্বাস্থ্য রক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান মার্শদুল হাসান।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।