ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
বরিশালে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস শহীদ বুদ্ধিজীবীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে

বরিশাল: বরিশালে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

এ উপলক্ষে সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৯টায় জেলা ও মহানগর আওয়ামী লীগরে উদ্যোগে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর।

পরে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্যানেল মেয়র গাজী নাইমুল হক লিটুসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দও উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাশাপাশি বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।