ঢাকা: শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে বিশ্ব মানবিক সংস্থা ‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’।
সোমবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গ্লোবাল ল থিংকার্স সোসাইটির সভাপতি রওমান স্মিতা বলেন, যুবকরা ১৪ ডিসেম্বরের কালো ইতিহাস সম্পর্কে যেন জানতে পারে যে কীভাবে পাকিস্তানি বাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকার, আলবদর, আল শামস এই দেশটাকে পঙ্গু করার জন্য সামনের সারির বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।
গ্লোবাল ল থিংকার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জেসমিন আক্তার বলেন, বুদ্ধিজীবীদের হত্যায় এদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। তাই দেশের তরুণ সমাজ সুসংগঠিত হয়ে বুদ্ধিজীবী হত্যাকারীদের শাস্তির দাবি জানাচ্ছে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আহসানুল আলম, যুগ্ম সম্পাদক সোলাইমান আহমেদ জিসানসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
পিএস/এএ