ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৎস্য অধিদপ্তরে আরও ১ বছর থাকছেন ডিজি শামস আফরোজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
মৎস্য অধিদপ্তরে আরও ১ বছর থাকছেন ডিজি শামস আফরোজ

ঢাকা: মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে আরও এক বছর থাকছেন কাজী শামস আফরোজ। বিসিএস (মৎস্য) কাডারের এই কর্মকর্তাকে আরও এক বছরের জন্য চুক্তিতে ডিজি নিয়োগ দিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।


 
আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
 
মৎস্য অধিদফতরের ডিজির দায়িত্বে থাকা কাজী শামস আফরোজ আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে সংগীত পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিতে ৩ বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।