ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কিলার’ পাপ্পু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কিলার’ পাপ্পু গ্রেফতার ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কিলার’ পাপ্পু গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মেহেদি হাসান পাপ্পু নামে এক দুর্ধর্ষ ‘কিলার’কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) তাকে গ্রেফতার করে এদিন বিকেলে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন পুলিশ।

কিলার মেহেদী হাসান পাপ্পু ফতুল্লার তল্লা এলাকার মাহবুব কাজীর ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ২০০১ সালে তল্লা এলাকার রুবেল হত্যায় পাপ্পুকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এছাড়া, পাপ্পু ও তার সহযোগীরা ২০০৪ সালে তল্লা সুপারিবাগান এলাকায় চারতলা একটি বাড়িতে মুরাদ নামে এক যুবককে হত্যা করে সেপটি ট্যাংকিতে ফেলে রাখে। ২০০৯ সালে নগর খানপুর এলাকায় খোকা ও সোহাগ নামে দুই যুবককেও জবাই করে দাউদকান্দি এলাকায় ফেলে দেয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।